আল-তাবেইন স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনি উপাসকদের হত্যার বিষয়ে আলজেরিয়ার প্রতিক্রিয়া
আলজেরিয়া ফিলিস্তিনের গাজার আল-দরজের পার্শ্ববর্তী একটি স্কুল আল-তাবেইনে বাস্তুচ্যুত ফিলিস্তিনি উপাসকদের উপর হত্যার ঘটনায় ইহুদিবাদী সরকারের অপরাধ তদন্ত ও নিন্দা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একটি মিটিংএর আহ্বান করতে বলেছে।
ইহুদিবাদী সেনারা গাজা শহরের আল-দরজের পার্শ্ববর্তী আল-তাবেইন স্কুলে সকালের নামাজের সময় ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ করেছিল এই বোমাবর্ষণে অন্তত ১০০ ফিলিস্তিনি নিরীহ জনগণ শহীদ এবং অনেকেই আহত হন।
Reviews
90 %