সোমপুরে ইমাম হুসাইন (আঃ)এঁর চল্লিশার মজলিস

আগামী ইংরাজী ১৮ই আগস্ট ২০২৪, আরবী ১২-ই সফর ১৪৪৬ হিজরী, রবিবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোমপুর গ্রামের ইয়াদ্গার-এ- আহলেবাইত (আঃ) কমিটির ইমামবারগাহতে শহীদে আজম, মা-ফাতিমার নয়নের মনি হযরত ইমাম হুসাইন (আঃ) ও তাঁর বংশধর এবং সঙ্গীগণ দ্বীনএ-মুহাম্মাদী রক্ষার জন্যে কারবালার প্রান্তরে যে শাহাদাত বরন করেন তাহার স্মরণে চল্লিশা পালন করা হইবে।
উক্ত শোকানুষ্ঠানে দুপুর ০২:৩০ মিনিটে মজলিস শুরু করা হইবে এবং প্রথম মজলিস পড়বেন জনাব মাওলানা রহিমুদ্দিন ও দ্বিতীয় মজলিস পড়বেন জনাব মাওলানা আলি রেজা রানা এবং তৃতীয় মজলিস পড়বেন জনাব মাওলানা ডাঃ জয়নুল আবেদিন।

Reviews

81 %

User Score

11 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।