
সর্বোচ্চ নেতাঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষেধাজ্ঞার বাঁধন খুলবে না, বরং আরও কঠোর করে তুলবে
ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহহুল-উযমা সায়্যেদ আলী খামেনাই ইরানের হাজার হাজার ছাত্র, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও গোষ্ঠীর কর্মীদের সাথে এক সভায় বলেন: বর্তমান মার্কিন প্রশাসনের সাথে আলোচনা নিষ্ফল এবং নিষেধাজ্ঞার জট আরও শক্ত করবে।
আলোচনা সম্পর্কে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার জন্য মার্কিন সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন: আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করিনি, যদি তা করতাম, তাহলে এতক্ষণে আমরা সেগুলো তৈরি করে ফেলতাম। যদি হামলা হয় তাহলে আমরা যেকোনো সম্ভাব্য আঘাতের দৃঢ়ভাবে জবাব দেব।
Reviews
95 %