কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট?

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে।
গত ২৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কোন প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। ২৮ জুনের নির্বাচনে চারজন প্রার্থী ছিলেন কিন্তু নির্বাচন রান অফে গড়ানোর কারণে এখন প্রধান দুই প্রার্থী সাঈদ জাললি এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
২৮ জুনের নির্বাচনে ২ কোটি ৪৫ লাখ ভোটার ভোট দেন। এরমধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান এক কোটি ৪ লাখ ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাঈদ জালিলি পান ৯৪ লাখ ভোট।
গত রবিবার থেকে এই দুই প্রার্থী রান অফ নির্বাচনের জন্য জোরদার প্রচারণা শুরু করেন। এর অংশ হিসেবে তারা নির্বাচনী প্রচার সভা ও বৈঠকে যোগ দেন। এছাড়া টেলিভিশনের দুটি মুখোমুখি বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন।
প্রেসিডেন্ট নির্বাচনের সমস্ত আয়োজন শেষ; এখন ভোটগ্রহণের পালা। জনগণের মধ্যে এখন একটাই ভাবনা- কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট।
আজকের রান অফ নির্বাচনে ব্যাপকভাবে ভোট দেওয়ার জন্য নিজে ভোট দিয়ে ইরানের জনগণের প্রতি ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনাঈ।

Reviews

53 %

User Score

2 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।