সিরিয়ার সেনা সন্ত্রাসীদের দখল থেকে ‘আল বারকুম’গ্রাম মুক্ত করেছে
আল-মায়াদিন নেটওয়ার্ক সন্ত্রাসীদের দখল থেকে আলেপ্পো প্রদেশের দক্ষিণে “আল বারকুম” গ্রামকে মুক্ত করার ঘোষণা দিয়েছে।
সন্ত্রাসী দল তাহরির আল-শাম এর সদস্যরা, গতকাল প্রবল হামলায় এই গ্রাম ও এর উপশহর তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
সিরিয়ার বিমান বাহিনী আলেপ্পো এবং ইদলিবে সন্ত্রাসবাদী সমর্থন লাইনকেও লক্ষ্যবস্তু করেছে।
রাশিয়ান যোদ্ধারা আলেপ্পোর উত্তরে “মারে” গ্রামের আশেপাশে সন্ত্রাসীদের অবস্থানে ব্যাপক বোমাবর্ষণ করেছে এই হামলায় কয়েক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে।
আল-মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে, তাহরির আল-শামের সাথে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠী তুর্কি ক্রসিং দিয়ে কয়েকটি দলে সিরিয়ায় প্রবেশ করেছে।
Reviews
0 %