কুদসের স্বাধীনতার পথে প্রথম ইরানি মহিলা শহীদের জানাযার আগমন

কুদসের মুক্তির জন্য প্রথম ইরানি মহিলা শহীদ মাসুমা কারবাসির জানাযা আজ (বৃহস্পতিবার) সকালে ইরানের শিরাজ বিমানবন্দরে পৌঁছেছে এবং শিরাজ শহরের কৃতজ্ঞ মানুষেরা তাঁর জানাযাকে উৎসাহের সাথে গ্রহণ করেছেন।
“মাসুমা কারবাসি” কুদসের মুক্তি ও ইসলামী প্রতিরোধের পথে শহীদ হওয়া একমাত্র ইরানি মহিলা, যিনি তাঁর লেবাননের নাগরিক সহপাঠী ডাক্তার রেজা আওয়াজেহ কে বিয়ে করার পর ২০০৬ সালে লেবাননে চলে আসেন আর সেখানে তারা লেবাননের হিজবুল্লাহে যোগ দেন। কিছুদিন আগেই তিনি ও তাঁর স্বামী ইসলামী প্রতিরোধের অক্ষ রক্ষায় শহীদ হন।
ইঞ্জিনিয়ার হাজী হুসাইন কারবাসির মেয়ে, আসুমা কারবাসিকে ছোটবেলা থেকে আদর করে আরজু ও বলা হত। তিনি আজ থেকে ৪৪ বছর আগে ইরানের শিরাজ শহরে জন্মগ্রহণ করেন।

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।