সিরিয়ায় ইহুদিবাদী শাসকদের আরেকটি হামলা
গণমাধ্যম সূত্রের খবর, দামেস্কে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের আকাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সাবরিন নিউজ আরও ঘোষণা করেছে যে সিরিয়ার সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা দামেস্কের আকাশে কিছু প্রতিকূল লক্ষ্যবস্তু মোকাবেলা করছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় সিরিয়ার দামেস্কের কাফর সুসে এলাকায় একটি ভবন লক্ষ্যবস্তু করা হয়েছে।
এছাড়া, হোমস শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল-মাসিরা নেটওয়ার্ক আরও জানিয়েছে যে দামেস্কের কাফরসুসেহ এলাকায় অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
Reviews
98 %