ইরানি জাতীয় অ্যাথলেটিক্স দল ৪০টি পদক জিতে পশ্চিম এশিয়ার চ্যাম্পিয়ন হল

ওয়েস্ট এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইরাকের বসরা শহরে আয়োজিত হয়েছিল এবং ইরানী দল ৪২ জন ক্রীড়াবিদ নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
এই প্রতিযোগিতার শেষে, ইরানী দল 21টি স্বর্ণ, 16টি রৌপ্য এবং 3টি ব্রোঞ্জ সহ 40টি পদক জিতেছে। দ্বিতীয় স্থানে ইরাকি দল এবং তৃতীয় স্থানে ছিল কাতার।

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।