পহেলগামে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে নেপালের ইসলামিক সেন্টারের পরিচালক

ভারতের কাশ্মীর উপত্যকার স্বর্গসদৃশ শহর পহেলগামে মর্মান্তিক ও অমানবিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নেপালের ইসলামিক সেন্টারের পরিচালক, ভারতের সর্বোচ্চ নেতার প্রতিনিধির ইন্টারফেস ও আয়াতুল্লাহ-উল উযমা শেখ মুহাম্মাদ ইয়াকুবির ইন্টারফেস মাওলানা ডাঃ জয়নুল আবেদিন।
তিনি বলেনঃ এই কাপুরুষোচিত কাজের লক্ষ্য হলো ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ধ্বংস করা, সামাজিক শান্তি বিঘ্নিত করা, জনগণের মধ্যে ভয় ও সন্ত্রাস ছড়িয়ে দেওয়া এবং ইসলাম ও মুসলমানদের বদনাম করা।
জয়নুল আবেদিন বলেন, আমরা এই অমানবিক হামলার তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের সন্ত্রাসী হামলা কোনও একটি ধর্ম, জাতি বা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না বরং এটা মানবতাবিরোধী উপাদানগুলির ঘৃণ্য উদ্দেশ্যের ফল।
ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম যা সকল মানুষের সম্মান করে তাহলে ইসলামের নামে এই ধরণের লজ্জাজনক কাজ তারা কি ভাবে করতে পারে? নিশ্চিই এটা ইসলাম ধর্মের নামে বদনাম করার একটি ষড়যন্ত্র।
আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি এবং প্রার্থনা করছি যে আল্লাহ তা’লা আহতদের শীঘ্রই আরোগ্য দান করুন ও আমাদের প্রিয় মাতৃভূমি ভারতকে সকল ধরণের সন্ত্রাসবাদ থেকে রক্ষা দান করুন এবং আমাদের ভীতরে ভ্রাতৃত্ব সর্বদা বিরাজ করুন।
পরিচালক
ইসলামিক সেন্টার, নেপাল

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।