২৬ জুলাই ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান
আগামী ২৬ জুলাই (সোমবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আছে।
সোমবার, ২৬ জুলাই, বিপ্লবের সর্বোচ্চ নেতা এবং অন্যান্য জাতীয় ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়াতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ডাঃ মাসুদ পিযিশকিয়ানের অভিষেক কার্যকর করা হবে।
ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরান আসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বাস্তবায়ন অনুষ্ঠান শেষে সুপ্রিম কোর্টের প্রধান, সংবিধানের অভিভাবক পরিষদের সদস্য ও বিচার বিভাগীয় প্রধানের উপস্থিতিতে ইরানের রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠান আগামী ২৮ জুলাই পার্লামেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তার সহকারী জোসেপ বুরেল ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন।