ফিলিস্তিনিদের সমর্থনে নেপালের হিন্দু মহিলাদের বিক্ষোভ

নেপালের রাজধানী কাঠমান্ডুর নিউ রোডে বহু সংখ্যায় পাহাড়ি হিন্দু মহিলারা লাল শাড়ি পরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের দাবী জানিয়ে এবং ফিলিস্তিনের পীড়িত, অসহয় নারী ও শিশুদের সমর্থনে নেপালের হিন্দু মহিলারা বিক্ষোভ করেছেন।
সারা নেপাল যখন তিহার পুজায় বেস্ত তখন কাঠমান্ডুর পাহাড়ী সমুদায়ের মহিলারা নিজেদের পূজার আনান্দে ফিলিস্তিনের পীড়িত, অসহয় নারী ও শিশুদের শরণ রেখেছেন কিন্তু নেপালের মুসলিম সমুদায় চুপচাপ আছে, এমনকি মুসলিম ওলামারা নিজেদের খুতবায় ও এ বিষয় কোন কথা বলেন না, কোন দুয়ার জলসা ও করতে ইছুক নয়।
এর আগে ও গত বছর কাঠমান্ডুতে বহু হিন্দু যুবকেরা ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠান করেছিলেন।

Reviews

100 %

User Score

1 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।