কলকাতায় “রহমাতুল্লিল আলামীন কনফ্রারেন্স সম্পন্ন হলো

ভারতের কলকাতা থেকে মোসতাক আহমদ জানান, রহমতের আধার হযরত মুহাম্মাদ (সঃ)-এর আগমণি দিবস উপলক্ষ্যে মরহুম আয়াতুল্লাহ সৈয়দ খোমেনী (রহঃ)-এর রেখে যাওয়া এক বলিষ্ট পদক্ষেপ, “ঐক্য সপ্তাহ”-এর গুরুত্ব’কে সামনে রেখে ভারতবর্ষের নানা ধর্মের মধ্যে মেলবন্ধনের ঐতিহ্যের মর্যাদা মাথায় রেখে আজ (বুধবার) ভারতে পশ্চিমবঙ্গের রাজধানী’র বুকে- ভারতীয় ভাষা পরিষদ হলে “রহমাতুল্লিল আলামীন কনফ্রারেন্সের” আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলায়ত করেন, মওলানা তাফাজ্জুল, হিন্দু স্কলার হিসাবে আলোচনা করেন,এডভোকেট প্রতিক মজুমদার, শিখ স্কালার সার সোরেন সিং, খ্রীষ্টান স্কলার ফাদার পৃথিবীরাজ নায়াক, বৌদ্ধ স্কালার ভেন বুদ্ধারাক্ষিতা, শিয়া মুসলিম স্কলার মাওলানা ডাঃ রিজওয়ানুস-সালাম খান, সুফি কাদরী স্কলার পিরএ তরিকাত মুরশিদ আলি আল-কাদরী এবং পিরএ তরিকাত রাসাদাত আলি আল-কাদরী।
উক্ত অনুষ্ঠানে সাধারন সুন্নী অতিথি ছিলেন প্রোফেসার মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ওয়ার্শি সুন্নী বক্তা মাওলানা শাব্বির আলী ওয়ারিসি, সত্যের পথে পত্রিকার সম্পাদক সেখ মুস্তাক আহমেদ, প্রাক্তন অধ্যাপক হিসাবে ছিলেন সাইয়েদ হাসান হাইদার কাযমী, বাংলাভাষায় ব্যাপক প্রচারিত ‘কলম পত্রিকার’ সম্পাদক আহমাদ হাসান ইমরান (পূর্ব এম এল এ) এছাড়া ছিলেন মাওলানা আমিউল আম্বিয়া, সংখ্যালঘু উন্নয়নের প্রসিডেন্ট মাওলানা কামারুজ্জামান ও উপস্থিত ছিলেন।
একই মঞ্চে – শিয়া, সুন্নী, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রীষ্টান, সুফি, ওয়ার্সি, কাদরী ও শিখ স্কলারগণ নিজ নিজ ভাষায় প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ)-এর আলোকিত পথ তুলে ধরেন সাথে সাথে নানাণ ধর্মের মধ্যে ঐক্যের বার্তা দেন প্রেম মহব্বতের ভাষায়।
হাওড়া, হুগলী, বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪-পরগণা, মেদিনীপুর, নদিয়া ও কলকাতার নারী, পুরুষ, তরুন তরুণী, যুবক যুবতি এবং শিশুগণ শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন।
আহলে বাইত মর্যাদা শীর্ষক বাংলাভাষায় প্রকাশিত পশ্চিমবঙ্গের একমাত্র পত্রিকা ‘সত্যের পথে’ ও প্রকাশ করা হয়।
সমগ্র অনুষ্টানের আয়জনে ছিল ‘নূরুল ইসলাম একাডেমি৷’ মিডিয়া পাটর্নার হিসাবে সহযোগিতায় ছিল চ্যানেল সত্যের পথে ও যায়নাবিয়া টিভি।

Reviews

77 %

User Score

3 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।