নেপালে জাশণে ঈদ-এ-গাদীর অনুষ্টিত হল

নেপালের মুসলিমবহুল শহর নেপাল্গঞ্জে ‘সাদকাএ প্নজত্ন পাক সমিতি’র ব্যবস্থপনায় ‘জাড়িবুটি সংঘ হলে’ আহলে সুন্নাত ভাইদের পক্ষ্য থেকে প্রথমবার অনুষ্টিত হলো জাশনে ঈদ-এ-গাদীর।
গত ২৫এ জুন (মঙ্গলবার) সকাল ৯টা থেকে জোহর পর্যন্ত নেপালের জাতীয় সঙ্গীত দ্বারা এই জাশন ও কবি সম্মেলন অনুষ্টিত হয়। জাশনে ঈদ-এ-গাদীর ও কবি সম্মেলনে কোরআন তিলাওয়াত করেন ক্বারি সাগির আহমাদ খান ও গাদীর সম্পর্কে বক্তব রাখেন মাওলানা কালিম আরফি।
উক্ত অনুষ্ঠানে কবিতা পাঠ করেন নেপাল ও ভারতের বহু কবি যেমন আদিল সারওয়ার নেপালি, আব্দুল হামিদ সিদ্দিকি, নাযার বাহরাইচি, দানিশ নানপারভি, মেরাজ হিমালয়, সায়্যাদ নেপালি, কাদির আন্সারি, কামাল দেহলাভি, সাগির আহমাদ খান ও রাওশান যামীর নানপারভি, ইত্যাদি। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা ডাঃ জয়নুল আবেদিন।

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।