![](https://iblagh.in/wp-content/uploads/2024/08/ce83566e-0d0e-43cf-908b-be5f05f9a1e6.jpg)
বেলগোরোডে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৪২ জন নিহত
স্থানীয় রাশিয়ান কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর সর্বশেষ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কমপক্ষে ৪২ জন নিহত ও বেস কয়েকজন আহত হয়েছেন।
রাশিয়ার বার্তা সংস্থা আল-ইয়াওমের প্রতিবেদনে এসেছে, রাশিয়ার বেলগোরোড অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, এই অঞ্চলে ইউক্রেনী সেনাবাহিনীর গত (শুক্রবার) রাতের হামলায় কয়েক ডজন লোক নিহত ও আহত হয়েছেন।
Reviews
0 %