ঈদ-এ-গাদীর উপলক্ষে কলিকাতায় দুদিন ব্যাপী ক্যাম্প অনুষ্টিত হল

‘নূরুল ইসলাম একাডেমী’র ব্যবস্থপনায় ‘চ্যানেল সত্যের পথে’র সহযোগিতায় কোলকাতা’র বড়বাজার থানার সন্নিকটে ‘হাজি কারবালাঈ’ নামক একটি প্রাচীন ইমামবাড়ী’তে অনুষ্টিত হলো ঈদ-এ-গাদীর উপলক্ষে একটি শিক্ষামূলক অভিনব ক্যাম্প৷
এই শিক্ষা মূলক মনোরম ক্যাম্পে সদস্য হিসাবে উপস্থিত ছিলেন হাওড়া, হুগলী, মেদিনীপুর, উত্তর ২৪পরগণা, দক্ষিন ২৪ পরগণাসহ কলিকাতা শহরের বেশকিছু সত্য-অনুরাগী যুবক, তরুন ও শিশু৷
২২-শে জুন (শনিবার) বাদ মাগরীব থেকে ২৩-শে জুন (রবিবার) জোহর পর্যন্ত দুদিনের এই শিক্ষামূলক ক্যাম্পে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, দিল্লী থেকে আগত মওলানা সৈয়দ সাদিক হোসেন, মওলানা ড. রিজওয়ানুস সালাম খান, মওলানা তাফাজ্জুল হোসেন, মওলানা মুনির আব্বাস নাজাফি ও মওলানা মোকাব্বির খান ও মইদুল ৷
কবি আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি আজিজ ও কবি মুস্তাক আহমদ ও সাইনূর মীর৷
দু’দিনের এই ক্যাম্পে গাদীরে খুমে ঐতিহাসিক দিকসহ গাদীরের আধ্যাত্মিক বিষয়গুলি বা দলিল ভিত্তিক গাদীরের কোরআনি গুরুত্ব উপস্থানা করা হয়৷
ক্যাম্পের এক পর্যায়ে হযরত যয়নাব (আঃ)-এর উপরে একটি বইও প্রকাশ করা হয়৷
ক্যাম্পের শেষে উপস্থিত সকল’কে ক্যালেন্ডার, সত্যের পথে পত্রিকা, গাদীরের হাদিসের স্টিকার বই ইত্যাদি উপহার দেওয়া হয়৷

Reviews

100 %

User Score

1 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।