যিয়ারত-এ আরবাইন আরবী ও বাংলা উচ্চারণ

যিয়ারত-এ আরবাইন আরবী ও বাংলা উচ্চারণ
বাংলায় যিয়ারত-এ আরবাঈন
আরবি মাসের ২০শে সফর ইমাম হুসাইন (আ.) এর আরবাইন (চল্লিশা বা চেহলামের) দিন। এই তারিখে ইমাম হুসাইন (আ.) এর অবশিষ্ট পরিবার পারিজনরা শাম (বর্তমান সিরিয়া) থেকে মদীনার উদ্দেশ্যে রওনা হন। এই দিনেই রাসুল (সা.)এর সাহাবী জাবীর ইবনে আব্দুল্লাহ আনসারী (রা.) কারবালায় পৌঁছান এবং তিনিই ছিলেন ইমাম হুসাইন (আ.)এর প্রথম যিয়ারতকারী। এই দিনে ইমাম হুসাইন (আ.) এর যিয়ারত পাঠ করা মুস্তাহাব। ইমাম হাসান আসকারী (আ.) হতে হাদীস বর্ণিত হয়েছে যে, মু’মিনের চিহ্ন পাঁচটি এক: প্রত্যেকদিন ৫১ রাকাত নামাজ আদায় করা। দুই: যিয়ারত-এ আরবাঈন পাঠ করা। তিন: ডান হাতে আংটি পরিধান করা। চার: মাটির উপরে সেজদা করা। পাঁচ: নামাজের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” উচ্চ স্বরে পাঠ করা।
যিয়ারত-এ আরবাঈন, আরবি
أَلسَّلاَمُ عَلَى وَلِيِّ اللَّهِ وَ حَبِيبِهِ أَلسَّلاَمُ عَلَى خَلِيلِ اللَّهِ وَ نَجِيبِهِ أَلسَّلاَمُ عَلَى صَفِيِّ اللَّهِ وَ ابْنِ صَفِيِّهِ أَلسَّلاَمُ عَلَى الْحُسَيْنِ الْمَظْلُومِ الشَّهِيدِ أَلسَّلاَمُ عَلَى أَسِيرِ الْكُرُبَاتِ وَ قَتِيلِ الْعَبَرَاتِ اللَّهُمَّ إِنِّي أَشْهَدُ أَنَّهُ وَلِيُّكَ وَ ابْنُ وَلِيِّكَ وَ صَفِيُّكَ وَ ابْنُ صَفِيِّكَ الْفَائِزُ بِكَرَامَتِكَ أَكْرَمْتَهُ بِالشَّهَادَةِ وَ حَبَوْتَهُ بِالسَّعَادَةِ وَ اجْتَبَيْتَهُ بِطِيبِ الْوِلَادَةِ وَ جَعَلْتَهُ سَيِّداً مِنَ السَّادَةِ وَ قَائِداً مِنَ الْقَادَةِ وَ ذَائِداً مِنَ الذَّادَةِ وَ أَعْطَيْتَهُ مَوَارِيثَ الْأَنْبِيَاءِ وَ جَعَلْتَهُ حُجَّةً عَلَى خَلْقِكَ مِنَ الْأَوْصِيَاءِ فَأَعْذَرَ فِي الدُّعَاءِ وَ مَنَحَ النُّصْحَ وَ بَذَلَ مُهْجَتَهُ فِيكَ لِيَسْتَنْقِذَ عِبَادَكَ مِنَ الْجَهَالَةِ وَ حَيْرَةِ الضَّلَالَةِ وَ قَدْ تَوَازَرَ عَلَيْهِ مَنْ غَرَّتْهُ الدُّنْيَا وَ بَاعَ حَظَّهُ بِالْأَرْذَلِ الْأَدْنَى وَ شَرَى آخِرَتَهُ بِالثَّمَنِ الْأَوْكَسِ وَ تَغَطْرَسَ وَ تَرَدَّى فِي هَوَاهُ وَ أَسْخَطَ نَبِيَّكَ وَ أَطَاعَ مِنْ عِبَادِكَ أَهْلَ الشِّقَاقِ وَ النِّفَاقِ وَ حَمَلَةَ الْأَوْزَارِ الْمُسْتَوْجِبِينَ النَّارَ فَجَاهَدَهُمْ فِيكَ صَابِراً مُحْتَسِباً حَتَّى سُفِكَ فِي طَاعَتِكَ دَمُهُ وَ اسْتُبِيحَ حَرِيمُهُ اللَّهُمَّ فَالْعَنْهُمْ لَعْناً وَبِيلًا وَ عَذِّبْهُمْ عَذَاباً أَلِيماً أَلسَّلاَمُ عَلَيْكَ يَا ابْنَ رَسُولِ اللَّهِ أَلسَّلاَمُ عَلَيْكَ يَا ابْنَ سَيِّدِ الْأَوْصِيَاءِ أَشْهَدُ أَنَّكَ أَمِينُ اللَّهِ وَ ابْنُ أَمِينِهِ عِشْتَ سَعِيداً وَ مَضَيْتَ حَمِيداً وَ مِتَّ فَقِيداً مَظْلُوماً شَهِيداً وَ أَشْهَدُ أَنَّ اللَّهَ مُنْجِزٌ مَا وَعَدَكَ وَ مُهْلِكٌ مَنْ خَذَلَكَ وَ مُعَذِّبٌ مَنْ قَتَلَكَ وَ أَشْهَدُ أَنَّكَ وَفَيْتَ بِعَهْدِ اللَّهِ وَ جَاهَدْتَ فِي سَبِيلِهِ حَتَّى أَتَاكَ الْيَقِينُ فَلَعَنَ اللَّهُ مَنْ قَتَلَكَ وَ لَعَنَ اللَّهُ مَنْ ظَلَمَكَ وَ لَعَنَ اللَّهُ أُمَّةً سَمِعَتْ بِذَلِكَ فَرَضِيَتْ بِهِ اللَّهُمَّ إِنِّي أُشْهِدُكَ أَنِّي وَلِيٌّ لِمَنْ وَالاهُ وَ عَدُوٌّ لِمَنْ عَادَاهُ بِأَبِي أَنْتَ وَ أُمِّي يَا ابْنَ رَسُولِ اللَّهِ أَشْهَدُ أَنَّكَ كُنْتَ نُوراً فِي الْأَصْلَابِ الشَّامِخَةِ وَ الْأَرْحَامِ الطَّاهِرَةِ لَمْ تُنَجِّسْكَ الْجَاهِلِيَّةُ بِأَنْجَاسِهَا وَ لَمْ تُلْبِسْكَ الْمُدْلَهِمَّاتُ مِنْ ثِيَابِهَا وَ أَشْهَدُ أَنَّكَ مِنْ دَعَائِمِ الدِّينِ وَ أَرْكَانِ الْمُسْلِمِينَ وَ مَعْقِلِ الْمُؤْمِنِينَ وَ أَشْهَدُ أَنَّكَ الْإِمَامُ الْبَرُّ التَّقِيُّ الرَّضِيُّ الزَّكِيُّ الْهَادِي الْمَهْدِيُّ وَ أَشْهَدُ أَنَّ الْأَئِمَّةَ مِنْ وُلْدِكَ كَلِمَةُ التَّقْوَى وَ أَعْلَامُ الْهُدَى وَ الْعُرْوَةُ الْوُثْقَى وَ الْحُجَّةُ عَلَى أَهْلِ الدُّنْيَا وَ أَشْهَدُ أَنِّي بِكُمْ مُؤْمِنٌ وَ بِإِيَابِكُمْ مُوقِنٌ بِشَرَائِعِ دِينِي وَ خَوَاتِيمِ عَمَلِي وَ قَلْبِي لِقَلْبِكُمْ سِلْمٌ وَ أَمْرِي لِأَمْرِكُمْ مُتَّبِعٌ وَ نُصْرَتِي لَكُمْ مُعَدَّةٌ حَتَّى يَأْذَنَ اللَّهُ لَكُمْ فَمَعَكُمْ مَعَكُمْ لَا مَعَ عَدُوِّكُمْ صَلَوَاتُ اللَّهِ عَلَيْكُمْ وَ عَلَى أَرْوَاحِكُمْ وَ أَجْسَادِكُمْ وَ شَاهِدِكُمْ وَ غَائِبِكُمْ وَ ظَاهِرِكُمْ وَ بَاطِنِكُمْ آمِينَ رَبَّ الْعَالَمِين‏.
আস সালামু আলা ওয়ালীয়িল্লাহী ওয়া হাবীবীহ, আস সালামু আলা খালিল্লাহী ওয়া নাজিবিহ, আস সালামু আলা সাফিয়্যিল্লাহি ওয়াবনা সাফিয়্যি, আস সালামু আলাল হুসাইনীল মাযলুমিশ শাহীদ, আস সালামু আলা আসীরিল কুরুবাত ওয়া ক্বাতিলিল আবারাত, আল্লাহুম্মা ইন্নি আশহাদু আন্নাহু ওয়ালিয়্যুকা ওয়াবনা ওয়ালিয়্যিক ওয়া সাফিয়্যুকা ওয়াবনা সাফিয়্যিকাল ফায়েযু বিকারামাতিক, আকরামতাহু বিশ শাহাদাতী ওয়া হাবাওতাহু বিসসাআদাতী, ওয়াজতাবাইতাহু বিতিবীল ওয়েলাদাতী ওয়া জাআলতাহু সাইয়্যেদা মিনাস সাদাতি ওয়া ক্বায়েদাম মিনাল ক্বাদাতি ওয়া যাবেদাম মিনায যাদাতি ওয়া আতাইতাহু মাওয়ারিসাল আম্বিয়া ওয়া জাআলতাহু হুজ্জাতান আলা খালক্বিকা মিনাল আউসিয়ায়ি ফা আযারা ফিদ দুয়ায়ি ওয়া মানাহান নুসহা ওয়া বাযালা মোহজাতাহু ফিকা লি ইয়াসতানক্বিযা ইবাদিকা মিনাল জাহালাতি ওয়া হায়রাতিয যালালাতি ওয়া ক্বাদ তাওয়াযারা আলাইহি মান গ্বাররাতহুদ দুনিয়া ওয়া বাআ হাযযাহু বিল আরযালিল আদনা ওয়া সারা আখিরাতাহু বিসসামানিল আওকাসি ওয়া তাগ্বাতরাসা ওয়া তারাদ্দা ফি হাওয়াহু ওয়া আসখাতা নাবিয়্যিকা ওয়া আতায়া মিন ইবাদিকা আহলাস সিক্বাক্বি ওয়ান নিফাক্বি ওয়া হামালাতাল আওযারিল মুসতাওজিবিনান নার ফাজাহাদাহুম ফিকা সাবিরাম মুহতাসিবান হাত্তা সুফিকা ফি তাআতিকা দামুহু ওয়াস ‍তুবিহা হারিমুহু আল্লাহুম্মা ফাল আনহুম লাআনা ওয়া বিলান ওয়া আযযিবহু আযাবান আলিমা, আস সালামু আলাইকা ইয়াবনা রাসুলিল্লাহি আস সালামু আলাইকা ইয়াবনা সাইয়্যেদিল আউসিয়া আশহাদু আন্নাকা আমীনুল্লাহি ওয়াবনা আমিনিহি ইশতা সায়িদা ওয়া মাযাইতা হামিদা ওয়া মিত্তা ফাক্বিদাম মাযলুমান শাহীদা ওয়া আশহাদু আন্নাল্লাহা মুনজিযুনুম মা ওয়াদাকা ওয়া মুহলিকুম মান খাযালাকা ওয়া মুআযয়িবুম মান ক্বাতালাকা ওয়া আশহাদু আন্নাকা ওয়াফাইতা বি আহদিল্লাহ ওয়া জাহাদতা ফি সাবিলিহি হাত্তা আতাকাল ইয়াক্বিনু ফালাআনাল্লাহু মান ক্বাতালাকা ওয়া লাআনাল্লাহু মান যালামাকা ওয়া লাআনাল্লাহু উম্মাতান সামিয়াত বিযালিকা ফারাযিয়াত বিহি, আল্লাহুম্মা ইন্নি আশহিদুকা আন্নি ওয়ালিউল্লিমান ওয়ালাহু ওয়া আদুউল্লিমান আদাহু, বি আবি আনতা ওয়া উম্মী ইয়াবনা রাসুলিল্লাহি আশহাদু আন্নাকা কুনতু নূরান ফিল আসলাবিশ শামিখা ওয়াল আরহামিল মুতাহহারা লাম তুনাজজিসকাল জাহিলিয়া বি আনজাসিহা ওয়ালাম তুলবিসকাল মুদলাহিম্মাতু মিন সিয়াবিহা ওয়া আশহাদু আন্নাকা মিন দাআয়িমিদ দিন ওয়া আরকানিল মুসলিমিন ওয়া মাআক্বিলিল মুমিনিন ওয়া আশহাদু আন্নাকাল ইমামুল বাররুদ তাক্বিয়ুর রাযিয়ুয যাকিয়ুল হাদীউল মাহদী ওয়া আশহাদু আন্নাল আয়িম্মাতা মিন উলদিকাকালিমাতুত তাক্বওয়া ওয়া আলামুল হুদা ওয়াল উরওয়াতুল উসক্বা ওয়াল হুজ্জাতু আলা আহলিদ দুনিয়া ওয়া আশহাদু আন্নি বিকুম ম ‘মিনু ওয়াবি ইয়য়াবিকুম মুক্বিন বিশারায়ি দিনী ওয়া খাওয়াতিমি আমালি ওয়া ক্বালবী লি ক্বালবিকুম ‍সিলমুন ওয়া আমরী লি আমরীকুম মুত্তাবিউন ওয়া নুসরাতি লাকুম মুআদ্দাতুন হাত্তা বি আযানাল্লাহু লাকুম ফা মাআকুম মাআকুম লা মাআ আদুউয়্যিকুম সালাওয়াতুল্লাহি আলাইকুম ওয়া আলা আরওয়াহিকুম ওয়া আজসাদিকুম ওয়া শাহিদিকুম ওয়া গ্বায়িবিকুম ওয়া যাহিরিকুম আমীনা রাব্বাল আলামীন।

Reviews

53 %

User Score

2 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।