হাসান নাসরুল্লাহর সিনিয়র দেহরক্ষীঃ তিনি সম্পূর্ণ সুস্থ আছেন

নাজাহ মোহাম্মদ আলী, ইরাকি সাংবাদিক জানিয়েছেনঃ সৈয়েদ হাসান নাসরুল্লাহর সুস্থার খবরটি নাসরুল্লাহর সিনিয়র দেহরক্ষী আবু জাওয়াদ দ্বারা প্রকাশিত হয়েছে, যিনি হাসান নাসরুল্লাহর ভাগ্না।
এই বার্তায় সৈয়াদ হাসান নাসরুল্লাহর শাহাদত এবং এমনকি তাঁর আঘাতের খবর অস্বীকার করা হয়েছে।
ফ্রান্স-প্রেস এএফপি ও একটি অবগত লেবানিজ সূত্রের বরাত দিয়ে, লেবাননের হিজবুল্লাহ মহাসচিবকে হত্যার বিষয়ে ইসরাইলী চক্রের দাবি অস্বীকার করেছে।

Reviews

92 %

User Score

3 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।