কারবালায় ইমাম হোসাইন (আ.)’র মাজার জিয়ারত ও চেহলামের পদযাত্রা

চেহলুম বা আরবাইন অর্থাৎ ইমাম হোসাইন (আ.)’র শন ৬১ হিজরিতে মহারম মাসের ১০ তারিকে ইয়াযিদবাহিনী দ্বারা সপরিবার সাহাদাতের চল্লিশতম দিনে শোক পালন করা। যেটা ১৪০০ বছর আগে শুরু করেন নবীজির সাহাবী জাবির বিন আবদুল্লাহ আন্সারি এবং সেই থেকেই ইমাম প্রিয়রা কারবালার দিকে পদযাত্রা করে আসছেন।
সাদ্দাম সরকারের পর থেকেই প্রতিবছর বিশ্বের বহু দেশ থেকে ইমাম হোসাইন (আ.)’র চেহলাম ও পবিত্র মাজার জিয়ারতের জন্য আসেন লক্ষ লক্ষ জিয়ারতকারী। এ সব জিয়ারতকারীরা পায়ে হেটে পবিত্র নাজাফ শহর থেকে কারবালার উদ্দেশ্য রওয়ানা দেন। এ বছর মহামারী করোনা ভাইরাসের কারণে শুধুমাত্র ইরাকি পুরুষ মহিলা পরিবারসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ পদযাত্রা শুরু করলেন।

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।