নেপালে রাইসির উপরে বিশাল শোক সমাবেশ অনুষ্ঠিত হল

নেপালের মুসলিমবহুল শহর, নেপালগঞ্জের মহীন্দ্র পুস্তকালয়ের সেমিনার হলে গতকাল শনিবার ২৫মে, অনুষ্ঠিত হল ইরানের রাষ্ট্রপতি ডাঃ ইব্রাহীম রাইসি এবং তাঁর শহীদসঙ্গীদের উপরে বিশাল শোক সমাবেশ।
ইরানি রাষ্ট্রপতি এবং তাঁর শহীদ সঙ্গীদের উপরে নেপালে এই প্রথমবার “একটিভ ইউনিয়ন অর্গানাইজেশন” সংস্থার পক্ষ্য এবং নেপালগঞ্জের মুসলিম সমাজএর সহজগিতায় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত শোক সমাবেশ অনুষ্ঠিত হল।
এই সমাবেশে নেপালি ও ভারতীয় মুসলমানদের বিভিন্ন সম্প্রদায় থেকে আলীম ওলামা, সাংবাদিক, অধ্যাপক, কবি, লেখক, শিশু, যুবক, নারী পুরুষ এবং বহু হিন্দু ভাইয়েরা অংশগ্রহণ করে ইরানি রাষ্ট্রপতি এবং তাঁর শহীদ সঙ্গীদের উপরে সমবেদনা প্রকাশ করেন।
ক্বারী সাগির আহমদ খান দ্বারা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শোকসভা এবং প্রথমে ইরানের রাষ্ট্রপতি ডাঃ ইব্রাহীম রাইসি এবং তাঁর শহীদ সঙ্গীদের সম্মানে সকল অংশগ্রহণকারী উঠে দাঁড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
না’আত পাক পড়লেন আবু সাহমা এবং শহিদগণএঁর উপরে কবিতা পাঠ করেন মাওলানা হাফিয শাকির আলী, ডাঃ তোওফিক খান, হাজী কাদির আনসারী, হাজী মে’রাজ হিমালয়া, ক্বারী সাগির আহমদ খান, আদিল সারওর নেপালি, মাওলানা মে’রাজ আহমদ এবং মুহাম্মাদ রাসিদ।
ইরানের রাষ্ট্রপতি ডাঃ ইব্রাহীম রাইসির জীবনী নিয়ে উর্দু ভাষায় বিশেষ বক্তব্য রাখনেল হুজ্জাতুল ইসলাম ডাঃ জয়নুল আবেদিন।
শোক সমাবেশের সভাপতির দায়িত্বে ছিলেন মাওলানা মান্সুর আরফি যিনি ইরানের রাষ্ট্রপতি ডাঃ ইব্রাহীম রাইসির চিন্তাধারা এবং তাঁর জীবনীকে মুসলিম সমাজের জন্য আয়ডিয়াল বলে উল্লেখ্য করলেন এবং সকল শহিদ্গনএর জন্যে দুয়া পাঠ করেছেন।
উক্ত শহিদগণএঁর উপরে এবং বর্তমান মুসলিম সমাজ নিয়ে বক্তব্য রাখলেন নেপালের মাওলানা কালিম আহমদ আরফি, নেপালের মেম্বার অফ পারলেমেন্ট হাজী আব্দুল হামিদ সিদ্দিকি এবং সংবাদিক শাহিদা শাহ্‌ ওয়াহেদি।
উক্ত শোক সমাবেশএর খবর প্রকাশ পেল নেপাল ভারত এবং ইরানের বহু সংবাদমাদ্ধমে।

Reviews

90 %

User Score

1 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।