আয়াতুল্লাহ-হুল উযমা শেখ মুহাম্মদ আল-ইয়াকুবির দৃষ্টিকোণ: ইফতার করার সঠিক সময়

মাস’আলা নং ৩০২: মগরিব (সূর্যাস্ত) বলতে কী বোঝায়: দৃষ্টির দিগন্ত থেকে সূর্যের গোলাকার অস্তে যাওয়া, তবে শর্ত হল কোন প্রাকৃতিক বাধা যদি না থাকে, এহতিয়াত বা সাবধানতা রাখতে হবে এবং পূর্বাঞ্চলীয় লাল রং কেটে যাওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে ইফতারের সময় হয়ে গেছে অথবা নামাজের সময় হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত, কারণ এফতারের পূর্বে নামায পড়া মুস্তাহাব।
এই আলোচনার ভিত্তিতে, যে বেক্তি, সূর্যের গোলাকার অদৃশ্য হওয়ার পর এবং উপরে উল্লিখিত চিহ্নের পূর্ণতার আগে, অজ্ঞতার কারণে অথবা তাকায়্যাহএর কারণে কিংবা ভুলের কারণে এফতার করে তাহলে তাঁর উপরে রোজার কাযা ওয়াজিব হবে না।
সুত্রঃ রেসালাএ আমালিয়াহ মুখতাসার সুবলউস-সালাম, আয়াতুল্লা-হুল উযমাহ শেখ মোহাম্মাদ আল-ইয়াকুবি, রোজা অধ্যায়, উর্দু অনুবাদ, পৃষ্ঠা ১২১-১২২
বাংলা অনুবাদঃ ডাঃ মোহাম্মাদ জয়নুল আবেদিন, নেপাল।

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।