ইরানের শাহরুদ শহরের জুমার ইমামের গাড়ি দুর্ঘটনা

ইরানের শাহরুদ শহরের ফায়ার বিভাগের প্রধান আলী রেজা মোহাম্মাদী এই শহরের ইমাম জুমা হুজ্জাতুল ইসলাম আমিনীর গাড়ি উল্টে যাওয়ার খবর দিয়ে তিনি বলেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
ইমাম জুমা আমিনী, তার স্ত্রী ও চালক সকালের নামাজের জন্য শাহরুদের (মুসাল্লাহ) মসজিদের উদ্দেশে রওনা হচ্ছিলেন। সৌভাগ্যক্রমে, এই ব্যক্তিদের সাধারণ অবস্থা ভাল বলে জানা গেছে।

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।