পাপের চাবিকাঠি কি জানেন?
একাদশ ইমাম হযরত ইমাম হাসান আসকারী (আঃ) বলেনঃ (جعلت الخبائث کلها فی بیت واحد و جعل مفتاحها الکذب)
সর্ব কদর্যতাকে একটি ঘরে রাখা হয়েছে এবং মিথ্যা হল সেই ঘরের চাবিকাঠি। (পুস্তকঃ জামেউল আখবার, প্রি ৪১৮, অধ্যায় ফিল কিযব ওয়াল সিদক, হাদিস নং ১১৬২)
যে ব্যক্তি মিথ্যা কথা বলেনা সে পাপ থেকে দূরে থাকে এবং সে দাতব্যের কাছাকাছিই থাকে, কিন্তু সে যখন মিথ্যার সঙ্গে পরিচয় পায়, তার জন্য পাপের দরজা খুলে যায়, এবং সে দুর্দশার অন্ধকূপে পড়ে যায় এবং এমন এক সময় সে ব্যক্তি সেখানেই আবাস গ্রহণ করবে যাথেকে বের হওয়া খুব কঠিন হয়ে যায়।
অনুবাদঃ ডা জয়নুল আবেদিন
Reviews
95 %