পাকিস্তানে রুশ কূটনৈতিক কাফেলার ওপর হামলা
পাকিস্তানের ইসলামাবাদে রুশ দূতাবাস এদেশের কূটনৈতিক কর্মকর্তার গাড়িবহরে হামলার ঘোষণা দিয়েছে।
ইসলামাবাদে রুশ দূতাবাস আজ (রবিবার) পাকিস্তানে রুশ রাষ্ট্রদূতের গাড়িবহরের পথে বোমা বিস্ফোরণেরও খবর দিয়েছে।
ইসলামাবাদে রুশ দূতাবাসের জারি করা বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে: পাকিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূতের কাফেলার একটি গাড়িতে প্রথম টক্কর মারা হয় তার পর বোমার আঘাতে একটি বিস্ফোরণ ঘটে।
ইসলামাবাদে রুশ দূতাবাস যোগ করেছে: এই ঘটনায় রুশ কূটনৈতিক মিশন আহত হয়নি।
ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ‘সোয়াত’ অঞ্চলে।
Reviews
0 %