লেবাননের রাজধানীর দক্ষিণে ইসরাইলি হামলায় ৫ শিশু শহীদ

আরবি মিডিয়াগুলী বৈরুতের দক্ষিণে দাহিয়া এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে এবং প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বেশ কয়েকজন নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ঘোষণা করেছে।
আল জাজিরা নেটওয়ার্ক ঘোষণা করেছে যে বিস্ফোরণের স্থান থেকে ধোঁয়ার কলাম হাওয়ায় উঠেছিল।
আল-মায়াদিন নেটওয়ার্ক ও ঘোষণা করেছে, ইসরাইলি ড্রোন থেকে বেশ কয়েকটি রকেট ছোড়ার পর দাহিয়া এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, ইসরাইলের সংবাদ সূত্র জানিয়েছে, হামলাটি একটি F-35 যুদ্ধবিমান দ্বারা করা হয়েছে।
খবরে বলা হয়েছে, একটি ভবনে দুই থেকে চারটি রকেট আঘাত হানে।
আরবি ভাষার সংবাদমাধ্যমগুলী বৈরুতের হযরত কায়েম (আ.) কমপ্লেক্সের কাছে আল-জামুস এলাকায় বিস্ফোরণের অবস্থানের কথা জানিয়েছে।
লেবাননের বার্তা সংস্থা দাহিয়া এলাকায় ইহুদিবাদী বাহিনীর বিমান হামলায় ৫ শিশু শহীদ হওয়ার ঘোষণা দিয়েছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে, লেবাননের সূত্রও জানিয়েছে যে এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।