সর্বোচ্চ নেতার উপস্থিতিতে হযরত যাহরা (সা.) এর শাহাদাত বরণের রাতে মজলিস

ইরানের তেহরানের ইমাম খোমেনী ইমাম বাড়িতে হযরত ফাতেমা জাহরা (সা.) এর শাহাদাত বরণের রাতে এক শোক অনুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহুল উযমা সায়্যেদ আলী খামেনাই উপস্থিত হয়েছিলেন।
গতকাল (বুধবার) রাতে অনুষ্ঠিত এ শোক অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী তার বক্তৃতায় হযরত ফাতেমা জাহরা (সা.)-কে ঐশী প্রেমে বিশুদ্ধ ও নশ্বর নূর বলেছেন এবং তিনি বলেন: ইসলামের নবী (সা.)-এর কন্যা দ্বীন ও ওয়েলায়াতের জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন এবং জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
এছাড়া, এই মজলিসে মাহমুদ করিমি হযরত জাহরা (সা.)এঁর মাসায়েবের কথা উল্লেখ এবং নওহা পড়েন।

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।