সাউথ আফ্রিকা: আমরা দৃঢ়ভাবে গাজায় ইসরাইলি গণহত্যার মামলা চালিয়ে যাবো

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের মহাপরিচালক জেইন ডাঙ্গুর আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে গণহত্যা মামলার বিষয়ে আনাতোলিয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেনঃ আন্তর্জাতিক বিচার আদালত থেকে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা প্রত্যাহার করার জন্য উত্তরের (গোলার্ধের) কিছু দেশ আমাদের উপরে চাপ দিচ্ছে; কিন্তু আমরা এই মামলাটি অনুসরণ করছি এবং চূড়ান্ত ফলাফলে না পৌঁছানো পর্যন্ত অব্যাহত রাখব।
ডাঙ্গুর বলেন: আমরা পিটিশনের প্রস্তুতির পর্যা শেষ করেছি যা ২৮এ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতে পেশ করব। আমরা একটি খুব পেশাদার আইনি দল গঠন করেছি এবং ইহুদিবাদী শাসন দ্বারা গণহত্যার তথ্য ও প্রমাণ নিয়ে গবেষণা করেছি। ২৮অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতে জমা দেওয়া পাঠ্যটিতে ২০ টিরও বেশি অধ্যায় রয়েছে। তার মধ্যে একটি আন্তর্জাতিক বিচার আদালতের দক্ষতা সম্পর্কেও আছে আর একটি অধ্যায় গণহত্যার বিষয় আছেস।
ডাঙ্গুর জোর দিয়ে বলেছেন: “আপনারা যদি গাজায় সাংবাদিকদের হত্যার দিকে তাকান তবে বুঝতে পারবেন যে সাংবাদিকদের হত্যার অন্যতম লক্ষ্য ছিল ঘটনাগুলি রেকর্ড করা থেকে বিরত রাখা।” ইতিহাসে সম্ভবত এটাই একমাত্র গণহত্যা যা আমাদের চোখের সামনে ঘটেছে। সাংবাদিকদের হত্যা, শিল্পী, সঙ্গীতজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের হত্যার থেকে আলাদা নয়। যে কোনো দেশের প্রাতিষ্ঠানিক ইতিহাসের পাশাপাশি স্মৃতি মুছে ফেলাই গণহত্যার উদ্দেশ্যের অংশ।

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।