প্রকৃত এবং ভালো আলেমদের পরিচয়
প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সাঃ) এঁর একটি হাদিসে ভালো এবং মন্দো আলেমদের বিষয় তিনি সতর্ক করে দিয়েছেন। তিনি হাদিসে বলেছেনঃ
اَلا اِنَّ شَرَّ الشَّرِّ شِرارُ العُلَماءِ وَ اِنَّ خَیرَ الخَیرِ خیارُ العُلَماءِ.
অনুবাদঃ জেনে রেখো, সবচেয়ে খারাপ মানুষ হলো খারাপ আলেম আর ভালো মানুষ হল ভালো আলেম। (মুনয়াতুল মুরিদ পৃষ্ঠা ১৩৭)
প্রকৃত আলেমদের বৈশিষ্ট্য হলঃ আল্লাহর জ্ঞান চর্চা, আল্লাহর জন্য জ্ঞান অন্বেষণ, নীরবতা এবং একান্ত থাকা ও চিন্তা করা, একে অপরের উপর জ্ঞান এবং হৃদয়ের পারস্পরিক প্রভাব, নম্রতা এবং আন্তরিকতা, তপস্যা বা যুহদ এবং তাকওয়া, গরিব ও সুবিধাবঞ্চিতদের সমর্থন, ব্যাপক তথ্য, কোরআনএঁর দিকে মনোযোগ, তাঁর সাথে সাক্ষাৎ করলে আল্লাহর স্মরণ হয় এবং আলেম হলেন ইমামগণের পর আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি।
পঞ্চম ইমাম হযরত মুহাম্মাদ বাকির (আ.) এর এক বর্ণনার উপর ভিত্তি করে ভালো আলেমদের কিছু বৈশিষ্ট্যঃ
১। সম্পদ আহরণ থেকে আলেমদের পরিহার।
২। ধর্মীয় জ্ঞানের সাথে আলেমদের পূর্ণ পরিচিতি প্রয়োজন।
৩। আলেমদের ভীতরে অভিব্যক্তি ও বাগ্মিতার শিল্প থাকা।
৪। আলেমরা হিংসা পরিহার করেন।
৫। আলেমরা খ্যাতি ও মর্যাদা খোঁজে এড়িয়ে যান।
৬। বিজ্ঞান প্রচারে আলেমদের দায়িত্ব।
৭। সমাজের দুর্নীতি সংশোধন ও কল্যাণে আলেমদের দায়িত্ব।
ডাঃ জয়নুল আবেদিন