টেলিগ্রাম প্রতিষ্ঠাতার গ্রেফতার করার পর্দার আড়ালে কে?
ফ্রান্সে টেলিগ্রামের প্রতিষ্ঠাতার গ্রেফতারি পরোয়ানা বাড়ানো হয়েছে। কিছু দাবি ইঙ্গিত দেয় যে এই গ্রেপ্তারের পিছনে ইসরাইল রয়েছে।
দ্য গার্ডিয়ান পত্রিকা এক সংবাদে ঘোষণা করেছে যে ফ্রান্সের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ গতকাল পাভেল দুরভের আটকের মেয়াদ বাড়িয়েছে।
গত শনিবার (২৪সে আগস্ট) রাত্রে ব্যক্তিগত বিমানে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে নামতেই ফরাসি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও পাভেল দুরভ।
DaiWW (@BeijingDai) নামের এক X প্ল্যাটফর্ম ব্যবহারকারী দাবি করেছেন যে ব্যবহারকারীদের তথ্য অ্যাক্সেসের বিষয়ে ইহুদিবাদী শাসক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি মেনে না নেওয়ার কারণে দুরভকে গ্রেপ্তার করা হয়েছিল।
Reviews
0 %