কলকাতায় রাজ্য সংহতি শিবির’ অনুষ্ঠিত হল
বিগত দুই বছর ধরে ঐকতান মিল্লী ইত্তেহাদ মজলিস মুসলিম সমাজে ঐক্যের বাতাবরণ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন মাসলাক এবং জামাতের অনুগামীদের একসঙ্গে কাজ করার একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছে ঐকতান। তারই অঙ্গস্বরূপ গত ২৯ জুন (শনিবার) কলকাতার কুমেদান বাগান লেনে আব্দুল ফাত্তাহ অডিটোরিয়ামে ঐক্যতান-এর ‘রাজ্য সংহতি শিবির’ অনুষ্ঠিত হয়ে গেল।
বাংলার প্রায় সবগুলি বড় মুসলিম জামায়াতের নেতৃস্থানীয় এবং পদাধিকারী ব্যক্তিগণ এই সভায় যোগ দিয়ে ঐকতান-এর প্রয়াসকে সার্থক করে তুললেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান তথা কলম পত্রিকার সম্পাদক জনাব আহমাদ হাসান ইমরান, জমিয়াতে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম, জামায়াতে ইসলামিয়ে হিন্দের মাওলানা তাহেরুল হক, জমিয়েতে উলামায়ে বাংলার পক্ষে মাওলানা সাজ্জাদ হোসেন, জমিয়েতে আহলে হাদীসের পক্ষে মাওলানা আলমগীর সরদার, সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষে থেকে মাওলানা কামরুজ্জামান, শিয়া সংগঠনের পক্ষে আলমুস্তাফা ইউনিভার্সিটির প্রফেসর ড. মাওলানা রিজওয়ানুস সালাম খান, এছাড়াও আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সাইদুর রহমান, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক রবিউল ইসলাম, রায়দিঘি কলেজের অধ্যাপক জাহান আলি পুর্কায়েত, প্রফেসর হামিদ আনসারী, সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা গোলাম মইনুদ্দিন, বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মাসুদ করিম এছাড়া অনেক জ্ঞানীগুণী মানুষ এই সভায় সমবেত হয়ে ঐকতান এর লক্ষ্য এবং উদ্দেশ্যের সঙ্গে সহমত পোষণ করেন এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
মালদহ , মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, মেদিনীপুর ও কোলকাতার অনেক ঐকতান প্রেমীগণ উপস্থিত ছিলেন এবং আগামী দিনে তাদের সংশ্লিষ্ট জেলাগুলিতে ঐকতানের বার্তা ও কার্যক্রম প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। সমবেত সামাজিক ও গুণি ব্যক্তিদের মধ্য হতে মোট সাত জনকে বিভিন্ন জেলা হতে “উপদেষ্টা সদস্য” হিসেবে মনোনীত করা হয়। অদ্যকার অনুষ্ঠানের সকল দায়িত্ব নির্বাহ করেন ঐকতান ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ।
অবশেষে ফুরফুরা শরীফের বড় হুজুর রহ.এর জামাতা, প্রবীণ আলেম হযরত মাওলানা আবু সালেহ রিজওয়ানুল করিমের দোয়ার মাধ্যমে সভা আনুষ্ঠানিকভাবে শেষ হয়।