ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্পে ১১ জন আহত
ইরানের কাশ্মার অঞ্চলে আজ (বৃহস্পতিবার) ভোরে ৪.৩ মাত্রার ভূমিকম্পে ১১ জন আহত হয়েছেন।
কাশ্মারের গভর্নর হোজ্জাতুল্লাহ শরীয়তমাদারি বলেছেন: আজ ভোরে ৪.৩ মাত্রার ভূমিকম্পে ১১ জন আহত হয়েছেন।
এই ভূমিকম্পের স্থানটি ছিল কাশ্মার থেকে ১৪ কিলোমিটার দূরে, রিভেশ থেকে ২২ কিলোমিটার দূরে এবং খলিল আবাদ থেকে ২৯ কিলোমিটার দূরে।
Reviews
95 %