ইরানে সন্তান বেশী নিলে সামরিক সেবায় শুবিধা বেশী

ইরানের “ফারাজা” পাবলিক সার্ভিস অর্গানাইজেশনের প্রধান বলেছেন: অতীত থেকে এখন সামরিক সামরিক সেবার শর্তে অনেক পার্থক্য রয়েছে এবং সম্ভব হলে সৈনিক সেবাকারীদের নিজ নিজ ক্ষেত্রে নিয়োগ করা হবে।
ইরানের নূর নিউজ-গ্রুপের একটি খবরে এসেছে, “ফারাজা” পাবলিক সার্ভিস অর্গানাইজেশনের প্রধান সর্দার তাকি মেহরী, বিবাহিত সৈনিক সেবাকারীদের চাকরির মেয়াদ কমানোর কথা উল্লেখ করে বলেছেন: বিবাহিত সৈন্যদের সামরিক পরিষেবা থেকে, পত্নীর জন্য ২ মাস, প্রথম সন্তানের জন্য ৩ মাস, দ্বিতীয় সন্তানের জন্য ৪ মাস এবং তৃতীয় সন্তানের জন্য ৫ মাস কমানো হবে।

Reviews

55 %

User Score

1 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।