ইসলামাবাদ ত্যাগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
দুই দিনের পাকিস্তান সফর এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে তেহরানের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করলেন।
সৈয়দ আব্বাস আরাকচি এবং ইরানি প্রতিনিধিদলের সদস্যরা, পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক ডেপুটি নাসিম আহমেদ ভারাইচ এবং ইসলামাবাদে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দামের সঙ্গে বিদায় নিয়ে ইরানের জন্য রওনা হন।
তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুতে পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের লক্ষ্যে গতকাল রাতে ইসলামাবাদে পৌঁছে ছিলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার জেনারেল সৈয়দ আসিম মুনির, ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ দেশের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন।