হিজবুল্লাহ: লেবাননে ৯৫ জায়নবাদী সেনা নিহত

হিজবুল্লাহর ঘোষণা অনুযায়ী, দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধের শুরু থেকে, দখলদার শাসকের ৯৫ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে ৯০০ জন।
হিজবুল্লাহর ঘোষণা অনুযায়ী, দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধে অক্টুবার মাসে ইসরাইলের ৪০এর বেশি মারকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে।
এই দলটি ঘোষণা করেছে, এই মাসের মধ্যে তাঁরা ৫০টি ট্যাঙ্ক এবং ইসরাইলি সামরিক যান ধ্বংস করেছে এবং ৫টি ড্রোন গুলি করে নামিয়েছে।

Reviews

90 %

User Score

2 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।