
ইসরাইলি সামরিক সদর দফতরে হিজবুল্লাহর ড্রোন অনুপ্রবেশের গভীরতায় সিএনএনের বিস্ময়
সিএনএন ঘোষণা করেছে, ইহুদিবাদী শাসকের ‘গোলানি ব্রিগেড-এর সদর দফতরে হিজবুল্লাহর ড্রোন হামলা ছিল গত বছরের অক্টোবরের পর থেকে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা আর এই ড্রোন কীভাবে ইসরাইলের এত গভীরে ঢুকে পড়ল তা জানা যায়নি। অবশ্য এই নেটওয়ার্কের পর ইসরাইলি মিডিয়া ও এই হামলাকে বেদনাদায়ক ও বিপর্যয়কর বলে উল্লেখ্য করেছে।
দখলকৃত অঞ্চলের গভীরে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের অভূতপূর্ব ড্রোন অভিযানের বর্ণনা দেওয়ার সময় “সিএনএন” ওয়েবসাইট একটি প্রতিবেদনে লিখেছে: রবিবারের হামলাটি গত বছরের অক্টোবরের শুরু থেকে ইসরাইলের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক হামলার একটি।
মার্কিন সিএনএন একটি রিপোর্টে ভীষণ বিস্ময় প্রকাশ করে লিখেছে, লেবাননের হিজবুল্লাহর ড্রোন ইহুদিবাদী শাসকদের বিমান প্রতিরক্ষার স্তরগুলির মধ্য দিয়ে কি ভাবে প্রবেশ করেছে এবং সিএনএন আরও যোগ করেছে: ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (আয়রন ডোম) সাধারণত নির্ভরযোগ্য; কিন্তু গতকাল (রোবিবার) ‘বেনিয়ামিনা’এলাকায় হামলার সময় তার দ্বারা কোনো বিমান হামলার সতর্কবার্তা দেওয়া হয়নি আর এখন প্রশ্ন হল, এই ড্রোনটি কীভাবে শনাক্ত না করেই ইসরাইলের ভূখণ্ডের এত গভীরে প্রবেশ করতে সক্ষম হল?