ইসরাইলের হামলায় ইরানের জেনারেল আব্বাস নীলুফরোশন ও শহীদ
ইরানের বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসি ঘোষণা করেছে: লেবাননে আইআরজিসির উপদেষ্টা মাননীয় জেনারেল পাসদার ব্রিগেডিয়ার জেনারেল “আব্বাস নীলুফরোশন” ও গত শুক্রবার/২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইহুদিবাদী শাসকের সন্ত্রাসী এবং বর্বর হামলায় লেবাননের হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গে শহীদ হয়েছেন।
ইরানের বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসি, লেবাননে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধের তীব্র নিন্দা করে, সর্বোচ্চ নেতা এবং শহিদের পরিবার এবং ইরানের বিশেষ করে ইসফাহান প্রদেশের জনগণদের এই মূল্যবান শহীদের শাহাদাতের সমবেদনা জানায়।
Reviews
60 %