ইমাম রেজা (আ.)এর শাহাদাতের মজলিসে রাষ্ট্রপতির উপস্থিতি
অষ্টম ইমাম হযরত আলী রেযা (আ)এর শাহাদাতের রাতে, ইরানের রাষ্ট্রপতি, মাসউদ পিজিশকিয়ান, ইমাম রেযা (আ)এর মাজারে শোকাহতদের সমাবেশে অংশ নিয়েছিলেন।
ইরানের ইসলামিক কাউন্সিলের স্পিকার মোহাম্মদ রেজা কালিবাফ এবং অন্যান্য সামরিক ও জাতীয় কর্মকর্তারা ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Reviews
45 %