হযরত ইমাম হাসান (আঃ)এর অলৌকিক ঘটনা
এক ওমরাহ হজের সফরে হযরত ইমাম হাসান (আঃ)এর সঙ্গে ছিল যুবাইর বিন আলআওয়ামের এক পুত্র।
সফরের এক পর্যায়ে তাঁরা একটি স্থানে থামেন। সেখানে কয়েকটি শুকিয়ে যাওয়া খেজুর গাছ ছিল। ওই ব্যক্তি বলল: এই খেজুর গাছে যদি খেজুর থাকতো তাহলে তা পেড়ে খেতাম।
ইমাম হাসান আঃ বললেন: তোমার কি (খুরমা) খেজুর খেতে খুব ইচ্ছে হচ্ছে?
লোকটি বলল: হ্যাঁ। ইমাম আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছটি সবুজ হয়ে যায় এবং তাতে খেজুরও দেখা যায়। লোকটি গাছে উঠে খেজুর পেড়ে খায়। এ সময় তাদের সফরসঙ্গী এক উট চালক বলে ওঠে: এ তো দেখছি জাদু।
ইমাম হাসান (আঃ) বললেন: তোমার প্রতি আক্ষেপ! এটা জাদু নয় বরং নবী সঃএর সন্তানের দোয়া, যা কবুল হয়।
Reviews
90 %