হিজবুল্লাহর “অপারেশন আরবাইন” ও ইসরাইলের “গেলিউট” ঘাঁটিকে টার্গেট

হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ বলেছেনঃ “অপারেশন আরবাইন” নামে ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে হিজবুল্লাহর এক ব্যাপক অভিযানে তেল আবিব থেকে 1,500 মিটার দূরে দখলদার সেনাবাহিনীর একটি কৌশলগত ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি বলেন: আমরা হিজবুল্লাহর বৃহৎ পরিসরের অভিযানকে, যা ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল, “অপারেশন আরবাইন” নাম দিয়েছি। এবং আমরা জোর দিয়ে বলছি, যাহারা লেবাননের পরিস্থিতি এবং ইসলামী ফ্রন্টকে এই উত্তেজনার পর্যায়ে নিয়ে এসেছে তারা হল আমাদের শত্রু ইসরাইল।
নাসরুল্লাহ বলেনঃ “গেলিউট” ঘাঁটি, যাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেটি হল লেবানন সীমান্ত থেকে ১১০ কিলোমিটার এবং “তেল আবিব” সীমান্ত থেকে ১৫০০ মিটার দূরে। আমাদের ৩০০ 300টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা ছিল, কিন্তু আমরা ৩৪০ 340টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি।

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।