গাজায় ইসরাইলের স্থল ও বিমান হামলায় কয়েক ডজন শহীদ ও আহত
গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক নিরলস বিমান ও স্থল হামলা চালিয়েছে।
আল-মায়াদিন নেটওয়ার্কের প্রতিবেদক জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকার উত্তরে বেইত লাহিয়ায় অবস্থিত আল-সালাতিন এলাকায় ফিলিস্তিনিদের বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরাইলের যোদ্ধারা খান ইউনিস শহরে অবস্থিত পশ্চিম এল-আমল পাড়ার আশেপাশের এলাকাগুলিতেও বোমাবর্ষণ করেছে। এসব আবাসিক এলাকায় বোমা হামলায় ১১ জনের বেশি শহীদ ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ওমর উসমান বিলাল মসজিদের কাছে এবং আল-মাজরাআ স্ট্রিট এবং এই এলাকার স্কুলের মাঝখানেও বেশ কয়েকটি মর্টার আঘাত করেছে।
খান ইউনিসের পশ্চিমে ফিলিস্তিনি বাড়িগুলিতে বোমা হামলায় কমপক্ষে ১০ জন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নুসিরাত ক্যাম্পে অবস্থিত আইন জালুতে একটি আবাসিক ভবনে ইহুদিবাদী শাসকদের হামলায় অন্তত তিনজন শহীদ ও বেশ কয়েকজন আহত হয়েছেন।